ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

গণমাধ্যমের প্রতি নির্যাতন না করার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, মে ৫, ২০১৫
গণমাধ্যমের প্রতি নির্যাতন না করার আহ্বান রুহল আমীন গাজী

ঢাকা: গণমাধ্যমের ওপর কোনো ধরনের নির্যাতন না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা রুহল আমীন গাজী।
 
মঙ্গলবার (৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরকারের হস্তক্ষেপ’ শিরোনামে মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।


 
রুহুল আমীন গাজী বলেন, এক দলীয় শাসন ব্যবস্থা কোনো সরকার যদি কায়েম করতে চায়, তাহলে তাদের আক্রমণের প্রধান লক্ষ্য হয় গণমাধ্যম। বাংলাদেশে গণমাধ্যমের ওপর যতটা নির্যাতন চলে পৃথিবীর অন্য কোনো দেশে তা দেখা যায় না।

সরকারকে উদ্দেশ্য করে করে তিনি বলেন, গণমাধ্যমের ওপর এ রকম অত্যাচার চালিয়ে নিজেদের ধ্বংস ডেকে আনবেন না।
 
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ফেডারেলে সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আব্দুল লতিফ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গনি চৌধুরী সহ আরও অনেকে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ যৌথভাবে এ মানবন্ধন আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, মে ০৫, ২০১৫
টিএইচ/আরইউ/এসএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।