ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

ভোলায় সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুবার্ষিকী পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, মে ৫, ২০১৫
ভোলায় সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুবার্ষিকী পালিত ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ভোলা: ভোলায় বিএনপির নেতা সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহানের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (০৫ মে) এ উপলক্ষে ভোলা জেলা বিএনপির য়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।


 
সকালে জেলা বিএনপির নেতারা মরহুমের কবর জিয়ারত শেষে শোক র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে দুপুরে মরহুমের নিজ বাসবভনে এক স্মরণসভা এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাতে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দোস্ত মাহমুদ. বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, মরহুমের ছেলে আসিফ আলতাবসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্তিত ছিলেন।

২০১২ সালে সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।