ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগ নেতার মুক্তির দাবিতে কুবিতে মানববন্ধন

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, মে ৫, ২০১৫
ছাত্রলীগ নেতার মুক্তির দাবিতে কুবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়: অস্ত্রসহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে আটক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন তার সমর্থকরা।
 
মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন হয়।



মানববন্ধন শেষে ইলিয়াস সমর্থিত নেতাকর্মীরা তার মুক্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সভাপতি শুভ্র জ্যোতি টিকাদার ও সাধারণ সম্পাদক আবূ সাঈদ কণকের ছাত্রত্ব বাতিলের নিন্দা জানান এবং ইলিয়াসের মুক্তি দাবি করেন।

ইলিয়াসের মুক্তির দাবিতে ২৬ এপ্রিল থেকে টানা আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে ক্লাস-পরীক্ষা হচ্ছে না।

২৪ এপ্রিল সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ময়নামতি শালবন বিহারের একটি পিকনিক স্পট থেকে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ ইলিয়াসকে আটক করে র‌্যাব-১১ এর সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।