ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

গয়েশ্বরের জামিন কেন নয়,হাইকোর্টের রুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, মে ৫, ২০১৫
গয়েশ্বরের জামিন কেন নয়,হাইকোর্টের রুল

ঢাকা: কারাবন্দি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে শাহবাগ থানায় দায়ের করা ভাংচুরের মামলায় কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

গয়েশ্বর চন্দ্র রায়ের করা এক জামিন আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (০৫ মে) এ রুল জারি করেন বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ।



আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত বছরের ২৪ ডিসেম্বর দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে রাজধানীর বকশীবাজার থেকে ঢাকা মেডিকেল কলেজ পর্যন্ত এলাকায় বিএনপি কর্মীদের সঙ্গে ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষ হয়।

এই সংঘর্ষের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হামলার শিকার হন নেত্রকোনার সংসদ সদস্য ছবি বিশ্বাস। হামলাকারীরা তার গাড়ি পুড়িয়ে দেয় এবং তাকে আহত করে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় ২৫ ডিসেম্বর ঢাকার সিদ্ধেশ্বরীর বাসা থেকে গয়েশ্বরকে আটক করে পুলিশ। ‍

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মে ০৫,২০১৫
এমইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।