ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

ভোট চোর ধরা পড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, মে ৫, ২০১৫
ভোট চোর ধরা পড়েছে আ স ম হান্নান শাহ

ঢাকা: ২৮ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচনে ভোট চুরি ও জালিয়াতি হয়েছে দাবি করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, সারা বিশ্ববাসী দেখেছে ভোট কীভাবে চুরি হয়েছে, সেই চোর ধরা পড়েছে।
 
মঙ্গলবার (৫ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘সিটি করপোরেশন নির্বাচনে সরকার দলীয় সন্ত্রাসী কর্তৃক হামলা ও নারী কর্মী নির্যাতনকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।


 
হান্নান শাহ বলেন, বাংলায় প্রবাদ আছে, চোরে না শুনে ধর্মের কাহিনী।

সাংবাদিক ও আওয়ামী লীগের সাবেক সাংসদ এবিএম মূসা বলে গেছেন-‘তুই চোর’। এখন সেই চোর ধরা পড়েছে।

সিটি নির্বাচনে ভোট চুরি ও জালিয়াতি করে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে।

এর মাধ্যমে আবারও প্রমাণ হলো আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
 
তিনি বলেন, এবার সিটি নির্বাচনে নতুন করে একটি বিষয় দেখা গেছে, সেটা হলো সরকারি কর্মীবাহিনীর সঙ্গে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী ব্যালটে সিল মেরে ভোট জালিয়াতিতে সহযোগিতা করেছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা সরকারের নির্দেশ অনুসারে জাল ভোটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করেছে।
 
কারাগারে নিহত ছাত্র দলের সাবেক সভাপতি নাসির উদ্দিন পিন্টুর মৃত্যু সম্পর্কে বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য বলেন, অসুস্থতার কারণে হাইকোর্টের আদেশ ছিল পিন্টুকে যেন ঢাকার আশেপাশে কোনো কারাগারে রাখা হয়।

কিন্তু তাকে প্রথমে নারায়ণগঞ্জ ও পরে রাজশাহী কারাগারে নেওয়া হয়।

মৃত্যুর দিন সকালে তিনি অসুস্থ হয়ে যায়, কিন্তু কারা কর্তৃপক্ষ তার কোন প্রকার চিকিৎসার ব্যবস্থা করেনি।

চিকিৎসা না দেওয়ার ফলে তার মৃত্যু  হলে পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
 
জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে সংগঠনের সভাপতি নূরী-আরা-সাফার সভাপতিত্বে আলোচনা সভায়  আরো বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমীন গাজী, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা, দলের ঢাকা মহানগরীর সভাপতি সুলতানা আহমেদ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মে ০৫, ২০১৫
টিএইচ/আরইউ/ কেজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।