রাজশাহী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে আদালতে হাজির হতে তাগিদ দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় আগেই সমন জারি করেছিলেন রাজশাহীর আদালত।
মঙ্গলবার দুপুরে রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালত-২ এর বিচারক মো. খালেদ হাসান ওই মামলায় তারেক রহমানকে হাজির হতে এ আদেশ দেন।
মামলার বাদী রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় গত বছরের ২৪ ডিসেম্বর তিনি তারেকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মিজানুর রহমান রানা বলেন, গত বছরের ১৫ ডিসেম্বর রাতে লন্ডনে বিজয় দিবসের এক আলোচনা সভায় তারেক রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ এবং ‘লাল সালু’ বলে আখ্যায়িত করেন। এছাড়া মুক্তিযুদ্ধে জাতির জনক ও তার পরিবারের ভূমিকা নেই বলে মন্তব্য করেন। এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহ ও মানহানিকর। তাই তারেকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন তিনি।
বাদীপক্ষের আইনজীবী আসলাম সরকার জানান, এ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে আগেই সমন জারি করেছিলেন আদালত। মঙ্গলবার আদালত তারেক রহমানকে হাজির হতে আবারও তাগিদ দেওয়া হয়।
আগামী ২৫ মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বলেও জানান এই আইনজীবী।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এসএস/এএসআর