নীলফামারী: ডিমলা উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তারকে আটকের প্রতিবাদে বুধবার অর্ধদিবস হরতাল ডেকেছে উপজেলা জামায়াত।
মঙ্গলবার বিকেলে জামায়াত কার্যালয়ে জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও ডিমলা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে জরুরি সভায় এ হরতাল ডাকা হয়।
জরুরি সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মশিউর রহমান, জামায়াতের কর্ম পরিষদ সদস্য বাবুল হোসেন ও জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মওলানা মশিউর রহমান জানান, সোমবার রাতে দলীয় কার্যালয়ে থেকে উপজেলা জামায়াতের আমির মওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তারকে আটক করে পুলিশ। আমিরকে আটকের প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তি দাবিতে বুধবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডিমলা উপজেলায় অর্ধদিবস হরতাল আহবান করা হয়েছে।
এদিকে, আটক উপজেলা জামায়াত আমিরকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিমলা থানার ওসি রুহুল আমিন।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মে ০৫, ২০১৫
পিসি