ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

‘বুয়েট স্বাধীনতা বিরোধীদের অভয়ারণ্য’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, মে ৫, ২০১৫
‘বুয়েট স্বাধীনতা বিরোধীদের অভয়ারণ্য’ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): জামায়াত-শিবির জঙ্গিগোষ্ঠীর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতি প্রতিষ্ঠানটিকে স্বাধীনতা বিরোধীদের ‘অভয়ারণ্যে’ পরিণত করেছে বলে অভিযোগ করেছেন ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

মঙ্গলবার (০৫ মে) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।



ছাত্রলীগ বুয়েট শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কারের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে ঢাবি ছাত্রলীগ।

বদিউজ্জামান সোহাগ বলেন, বুয়েট শিক্ষক সমিতি শিক্ষকদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার পরিবর্তে জামায়াত-শিবির জঙ্গিগোষ্ঠীর পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটিকে আজ স্বাধীনতা বিরোধীদের অভ্যায়রণ্যে পরিণত করেছে।

‘তারা সেখানে জামায়াত-শিবিরের জঙ্গিবাদী কর্মকাণ্ড বিস্তারের ক্ষেত্রে প্রত্যক্ষ ভূমিকা রাখছেন। যার ধারাবাহিকতায় ‘শিক্ষক’ নামের আড়ালে জামায়াত ক্যাডার জাহাঙ্গীর আলমের রাষ্ট্রদ্রৌহী বক্তব্যের প্রতিবাদ করায় বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি শুভ্রজ্যোতি টিকাদার ও সাধারণ সম্পাদক আবু সাঈদ কনককে বহিষ্কার করা হয়, অভিযোগ করেন তিনি।

অবিলম্বে এই অন্যায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করার জন্য বুয়েট প্রশাসনের প্রতি আহ্বান জানান ছাত্রলীগ সভাপতি।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, বুয়েট শিক্ষক সমিতি আজ ‘বুয়েট জামায়াতী’ শাখায় পরিণত হয়েছে। বুয়েট ক্যাম্পাসকে তারা মৌলবাদী গোষ্ঠীর অবাধে বিচরণের ক্ষেত্রে পরিণত করেছে। তাই প্রগতিশীল ভাবধারায় বিশ্বাসী অসাম্প্রদায়িক কোন ছাত্র সংগঠনের কার্যক্রমকে তারা সহ্য করতে পারে না।

এসময় বুয়েট শিক্ষক জাহাঙ্গীর আলমকে ‘জামায়াতী ক্যাডার’ আখ্যা দিয়ে তার রাষ্ট্রবিরোধী মন্তব্য ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন তিনি।

দুই ছাত্রলীগ নেতার ‍বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে সিদ্দিকী নাজমুল আলম বলেন, অবিলম্বে এ বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে দেশের ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে এই অন্যায়ের প্রতিবাদে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

ঢাবি ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর শরীফের পরিচালনায় কর্মসূচিতে সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি জয়দেব নন্দী, সাংগঠনিক সম্পাদক এস এম তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ রাসেল, সমাজ সেবা সম্পাদক কাজী এনায়েতসহ কেন্দ্রীয় ও ঢাবি শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এসএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।