ঢাকা: আটক বিএনপি নেতাকর্মীদের প্রতি মানবিক আচরণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার (০৫ মে) সন্ধ্যা ৬টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বিএনপির দফতরের দায়িত্বে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
আসাদুজ্জামান রিপন বলেন, সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে বিএনপির যে সকল নেতাকর্মী আটক রয়েছেন তাদের নিয়ে বিএনপির সঙ্কিত ও উদ্বিগ্ন। কারণ আটককৃতদের মধ্যে কেউ ফিরছেন লাশ হয়ে আবার কেউ হাসপাতালে আসছেন হুইল চেয়ারে বসে।
তিনি বলেন, সরকারর জেলখানায় তাদের প্রতি অমানবিক আচরণ করছে। আমি সরকারের প্রতি আহ্বান জানাই আটককৃত নেতাকর্মীদের প্রতি মানবিক আচরণ করুন।
তিনি বলেন, আজ মঙ্গলবার (০৫ মে) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাসপাতালে নেওয়া হয়েছে শুনেছি। তাকে হাসপাতালে ভর্তি করা উচিত। তাকে সুচিকিৎসা দেওয়া হোক। সুচিকিৎসা না দেওয়ায় বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যু হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, পিন্টুকে হত্যা করা হয়েছে। আমিও একই কথা বলছি। তাকে সুচিকিৎসা না দেওয়ার তার মৃত্যু হয়েছে।
সরকারের প্রতিহিংসার শিকার হয়ে আমাদের অনেক নেতাকর্মী জেলেখানায় রয়েছেন। তারা নাগরিক হিসেবে জেলখানায় যে সুযোগ সুবিধা পাওয়ার দরকার তারা তা পাচ্ছেন না বলে জানান রিপন।
তিনি বলেন, রাজনীতিতে মানুষের ভিন্ন মত থাকবে। রাজনীতি মানে এই নয় কাউকে সমালোচনা করলে জেলে ঢুকিয়ে রাখা। সরকার ভিন্ন মতের লোকজনদের জেলখানায় ঢুকিয়ে রেখেছে। তিনি জেলখানায় আটকদের প্রতি মানবিক আচরণ করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির সহদফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এমএম/বিএস