রাজশাহী: বিডিআর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর চিকিৎসায় রাজশাহী কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের কোনো অবহেলা হয়েছে কি-না, তার তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার(৫ মে) এ লক্ষ্যে গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলেছেন।
কমিটির সদস্যরা রাজশাহী বিভাগের ডিআইজি (প্রিজন) বজলুর রশিদ, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান ও জেলারসহ বেশ কয়েকজনকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করেছেন।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, তদন্ত কমিটির প্রধান ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন) গোলাম হায়দার এবং অপর দুই সদস্য কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান ও ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী কারাগারের অফিসের এক কক্ষে বিভিন্ন কর্মকর্তা ও কারারক্ষীদের সঙ্গে কথা বলেছেন।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান জানিয়েছেন, বিএনপি নেতা পিন্টুর পরিবারের তোলা অভিযোগ খতিয়ে দেখতেই রোববার (৩ মে) রাতে তদন্ত কমিটি গঠন করা হয়। পিন্টুর চিকিৎসায় কারা কর্তৃপক্ষের উদ্যোগ ও আন্তরিকতা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা ও ময়না তদন্তসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তারা খতিয়ে দেখবেন।
তদন্ত কমিটি আগামী বৃহস্পতিবার (৭ মে) তদন্ত প্রতিবেদন দাখিল করবে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন জানান, তদন্ত কমিটির সদস্যরা এখনো হাসপাতালে যাননি।
সাবেক ছাত্রদল সভাপতি ও বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার (০৩ মে) মারা যান। রাজশাহী কারাগারে থাকা নাসির উদ্দিন আহমেদ পিন্টু হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
পরে জরুরি বিভাগ থেকে তাকে ৩২নং (হৃদরোগ) বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নগরীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এসএস/এএসআর