সিলেট: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগের সভাপতি শুভ্র জ্যোতি ঠিকাদার ও সাধারণ সম্পাদক আবু সাঈদ কনকের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং বুয়েট শিক্ষক জাহাঙ্গীর আলমের শাস্তির দাবিতে সিলেটে ছাত্রলীগ নেতাকর্মীরা মানববন্ধন করেছে।
মঙ্গলবার (০৫ মে) বিকেলে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এসআইইউ) ছাত্রলীগের নেতাকর্মীরা নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধনে অংশ নেয়।
ছাত্রলীগ নেতা হুসাইন আহমদ সাগরের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মাসুদ কামাল সুফি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তারেক উদ্দিন তাজ, আলী হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ০৫ মে, ২০১৫
এএএন/আরএম।