ঢাকা: বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক।
মঙ্গলবার (০৫ মে) বিকেলে রাজধানীর বিজয়নগরে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করে বলেন, ২৮ এপ্রিল সিটি নির্বাচনে ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনের পুনরাবৃত্তি ঘটিয়ে সরকার প্রমাণ করেছে তাদের অধীনে কোনো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।
সভায় বক্তারা সদ্য সমাপ্ত সিটি নির্বাচনে কারচুপি ও জালিয়াতি হয়েছে দাবি করে এ ঘটনার নিন্দা জানিয়ে সিটি নির্বাচন প্রত্যাখ্যান করেন।
মাওলানা ইসহাকের সভাপতিত্বে সভায় সংগঠনের নায়েবে আমির মাওলানা সৈয়দ মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদাক শফিউল আলম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এলকে/এএ