ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

আ.লীগের ৮ সদস্যের প্রতিনিধি দল চীন যাচ্ছে বুধবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, মে ৫, ২০১৫
আ.লীগের ৮ সদস্যের প্রতিনিধি দল চীন যাচ্ছে বুধবার

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের আট সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার (০৬ মে) চীন যাচ্ছেন। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে প্রতিনিধি দলটি সেখানে ১০ দিন অবস্থান করে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।



আওয়ামী লীগের এ প্রতিনিধি দলটি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণ করবেন বলে জানা যায়।

প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বুধবার দুপুর ২টায় প্রতিনিধি দলটি চায়না এয়ার লাইন্সের একটি উড়োজাহাজে ঢাকা ছাড়বেন।

সফরের সময় প্রতিনিধি দলটি বেইজিং, সাংহাই ও কুম্বিং যাবেন। এসব স্থানে তারা চীনের কমিউনিস্ট পার্টি আয়োজিত কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। প্রথমে যাবেন কুম্বিংয়ে। সেখানে তারা পার্টির সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে মতবিনিময় করে পার্টি কার্যক্রম বিষয়ে অবগত হবেন। এর পর তারা যাবেন চীনের প্রত্যন্ত গ্রামাঞ্চলে। সেখানে তৃণমূল পর্যায়ে চীনের কমিউনিস্ট পার্টির সাংগঠনিক কাঠামো ও কার্যক্রম প্রত্যক্ষ করবেন।

লীগের এ প্রতিনিধি দলটি বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এ সময় তারা পার্টির কেন্দ্রীয় কার্যক্রম ও সাংগঠনিক কাঠামো বিষয়ে অবগত হবেন বলে প্রতিনিধি দলের অন্যতম সদস্য আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান বাংলানিউজকে জানান।

এছাড়া প্রতিনিধি দলটি কমিউনিস্ট পার্টির ট্রেনিং কলেজসহ কিছু ঐতিহাসিক স্থানও পরিদর্শন করবেন বলে জানান ফারুক খান।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এ বিষয়ে জানতে চাওয়া হলে অসীম কুমার উকিল বাংলানিউজকে বলেন, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আমরা সেখানে যাচ্ছি। বেইজিং, কুম্বিং ও সাংহাইয়ে কমিউনিস্ট পার্টির বিভিন্ন কর্মসূচিতে আমরা অংশ নেবো।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।