ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে সন্ত্রাসী হামলায় জেলা ছাত্রলীগ নেতা আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, মে ৬, ২০১৫
গাজীপুরে সন্ত্রাসী হামলায় জেলা ছাত্রলীগ নেতা আহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় গুরুতর জখম হয়েছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল আলম সোহেল(৩২)।

মঙ্গলবার (০৫ মে) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের বাসন গাইন বাড়ি মসজিদের সামনে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মসজিদের সামনে কতিপয় সন্ত্রাসী নাজমুলের উপর হামলা চালায়। সন্ত্রাসীরা দা ও চাপাতি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এক পর্যায়ে গুলি করতে উদ্যত হলে তার চিৎকারে এলাকাবাসী উদ্ধার করতে এলে সন্ত্রাসীরা
পালিয়ে যায়।

এরপর তাৎক্ষণিকভাবে আহত নাজমুলকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত নাজমুল জানান, জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে এ হামলা হয়েছে। হামলাকারীদের মধ্যে তিনি আতাউর রহমান, আলতাব হোসেন, তুহিন সরকার, জাহিদ ও রফিকুল ইসলামকে চিনতে পেরেছেন।

এ বিষয়ে ভোগড়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক(এসআই) নাজমুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনা শুনেছি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, মে ০৬, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।