ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

নগরকান্দা পৌরসভা

মেয়র পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, মে ৬, ২০১৫
মেয়র পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বুধবার (৬ মে) সকাল ৮টা থেকে ভোট দিচ্ছেন ভোটাররা।

বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ভোটাররা ৯টি ভোটকেন্দ্রের ২৬টি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

তবে আগামী পৌর নির্বাচনের ছয় মাস বাকি থাকায় ছয় মাসের জন্য এ নির্বাচনে ভোটারদের আগ্রহ কম দেখা দিয়েছে। বিভিন্ন কেন্দ্রে খোঁজ নিয়ে দেখা গেছে, ভোটার উপস্থিতি কম।

নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রায়হান মিয়া নারিকেল গাছ প্রতীক ও ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৫শ’ ১৯ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৭শ’ ৮৯ জন ও নারী ভোটার ৩ হাজার ৭শ’ ৩০ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, নির্বাচনকে সুষ্ঠু করতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপ পুলিশ পরিদর্শকের নেতৃত্বে  ৮ জন পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। বিশেষ টহলে থাকছেন র‌্যাব, বিজিবি ও অতিরিক্ত পুলিশ সদস্যরা।

নগরকান্দা পৌরসভার নির্বাচিত মেয়র জাহিদ হোসেন খোকন রাজাকার মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিমী হওয়ায় এ পদটি শূন্য হয়। নির্বাচিত হয়ে শপথ নেওয়ার পর থেকেই জাহিদ হোসেন খোকন রাজাকার পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, মে ০৬, ২০১৫
আরকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।