ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বুধবার (৬ মে) সকাল ৮টা থেকে ভোট দিচ্ছেন ভোটাররা।
তবে আগামী পৌর নির্বাচনের ছয় মাস বাকি থাকায় ছয় মাসের জন্য এ নির্বাচনে ভোটারদের আগ্রহ কম দেখা দিয়েছে। বিভিন্ন কেন্দ্রে খোঁজ নিয়ে দেখা গেছে, ভোটার উপস্থিতি কম।
নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রায়হান মিয়া নারিকেল গাছ প্রতীক ও ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৫শ’ ১৯ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৭শ’ ৮৯ জন ও নারী ভোটার ৩ হাজার ৭শ’ ৩০ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, নির্বাচনকে সুষ্ঠু করতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপ পুলিশ পরিদর্শকের নেতৃত্বে ৮ জন পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। বিশেষ টহলে থাকছেন র্যাব, বিজিবি ও অতিরিক্ত পুলিশ সদস্যরা।
নগরকান্দা পৌরসভার নির্বাচিত মেয়র জাহিদ হোসেন খোকন রাজাকার মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিমী হওয়ায় এ পদটি শূন্য হয়। নির্বাচিত হয়ে শপথ নেওয়ার পর থেকেই জাহিদ হোসেন খোকন রাজাকার পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, মে ০৬, ২০১৫
আরকেবি/এএসআর