ঢাকা: নির্বাচন পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে ডাকা মতবিনিময় সভা স্থগিত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে যাওয়া মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল।
বুধবার (০৬ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করেন তিনি।
তাবিথ আউয়ালের মিডিয়া উইং কর্মকর্তা এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, সদ্য সম্পন্ন হওয়া নির্বাচন পরবর্তী বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে তা জানানো হয়নি।
‘‘কিন্তু এ বিষয় আজ (বুধবার) কিছু সংবাদমাধ্য্যমে ‘তাবিথের আজ সংবাদ সম্মেলন’ শিরোনামে খবর প্রচার হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ”
এতে আরও বলা হয়, সভার চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা যথাসময় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদমাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, মে ০৬, ২০১৫
পিআর/এমএ