ঢাকা: নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের কড়া সমালোচনা করে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘পদ্মাসেতু হলে উনার (ড.ইউনূস) কি ক্ষতি হতো। পদ্মাসেতু প্রকল্পে ঋণ বাতিলের জন্য কেউ না কেউ কলকাঠি নেড়েছেন।
বুধবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগর পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে ড.ইউনূস সমন্ধে এই মন্তব্য করেন পরিকল্পনা মন্ত্রী।
তিনি আরও বলেন, ‘পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতি কানে শুনলাম, কিন্তু কোনো প্রমাণ দেখলাম না। যারা অভিযোগ করেছেন প্রমাণ করতে না পারলে তাদের ভুল স্বীকার করা উচিত। ’
বিশ্বব্যাংক প্রসঙ্গে তিনি বলেন, ‘এই উন্নয়ন সহযোগী আমাদের নানা ক্ষেত্রে ঋণ দেয়া অব্যাহত রেখেছে। শুধু ঋণ বাতিল করেছে পদ্মাসেতু প্রকল্পে। এটি হলে ড. ইউনূসের কি ক্ষতি হতো। ’
ড. ইউনূস প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, ‘দেশে একটি ভালো কিছু হলে তিনি এগিয়ে আসেন না কেন। ড. ইউনূস আমাদের শ্রদ্ধেয়। তিনি কতটা ভালো করেছেন কতটা খারাপ করেছেন এটা দেশের মানুষ জানে। তার কাছ থেকে যারা ঋণ গ্রহীতা আছেন তারা জানেন ড. ইউনূস কতটা ভালো। ’
তিনি আরও বলেন, ‘পদ্মাসেতু প্রকল্পে ঋণ বন্ধে ড. ইউনূসকে নিয়ে একটা ধুম্রজাল সৃষ্টি হয়েছে। এই বিষয়ে সুরাহা করা দরকার। আশা করি উনি উনার অবস্থান পরিষ্কার করবেন। ’
এ সময় আরও উপস্থিত ছিলেন, পরিকল্পনা সচিব সফিকুল আজম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের (সিড) সচিব কানিজ ফাতেমা, পরিকল্পনা কমিশনের সদস্য আরাস্তু খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ০৬, ২০১৫
এমআইএস/আরআই