ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

ডিমলায় জামায়াতের ডাকা অর্ধদিবস হরতাল শেষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, মে ৬, ২০১৫
ডিমলায় জামায়াতের ডাকা অর্ধদিবস হরতাল শেষ

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় জামায়াতের ডাকা অর্ধদিবস হরতাল শেষ হয়েছে।

বুধবার (০৬ মে) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল কর্মসূচি পালিত হয়।



হরতাল চলাকালে সকাল থেকে বড় ধরনের যানবাহন চলাচল না করলেও দোকান-পাট, স্কুল-কলেজ ও ব্যবসা-প্রতিষ্ঠানের কার্যাক্রম স্বাভাবিক ছিলো। উপজেলায় কোনো প্রকার নাশকতা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

এছাড়া সকাল থেকে পুলিশের কঠোর অবস্থানের কারণে হরতালের সমর্থনে জামায়াতের কোনো নেতাকর্মীকে রাস্তায় মিছিল-মিটিং বা পিকেটিং করতে দেখা যায়নি।

প্রসঙ্গত, সোমবার রাতে ডিমলা উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তারকে ভোট কেন্দ্রে সহিংসতার মামলায় আটক করে পুলিশ। পরদিন মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। তাকে আটকের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার অর্ধদিবস হরতালের ডাক দেয় উপজেলা জামায়াত।

‍বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, মে ০৬, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।