ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

মাঠ ছেড়ে আম্পায়ারকে দুষছে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মে ৬, ২০১৫
মাঠ ছেড়ে আম্পায়ারকে দুষছে বিএনপি ড. হাছান ‍মাহমুদ

ঢাকা: বিএনপি খেলার মাঠ থেকে পালিয়ে আম্পায়ারকে দ‍ুষছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান ‍মাহমুদ।

বুধবার (০৬ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



সাবেক আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টারের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।
 
সিটি নির্ব‍াচনে বিএনপির সরে আসা প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ক্রিকেটে একদিনের ম্যাচ হয় ৫০ ওভারে। বিএনপি ১০ ওভার খেলেই মাঠ ছেড়ে পালিয়েছে।

‘কেউ যদি খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে চলে যায়, সেক্ষেত্রে আম্পায়ারের কী করার থাকতে পারে?,’ যোগ করেন তিনি।

সাবেক এই বন ও পরিবেশ মন্ত্রী বলেন,‘মাঠ থেকে পালিয়ে এখন আম্পায়ারকে দ‍ুষছে বিএনপি। ৮ ঘণ্টার খেলা তিন ঘণ্টাতেই গুটিয়ে গেছে তারা। ’

সদ্য সম্পন্ন হওয়া তিন সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেও দাবি করেন তিনি।

ড. হাছান বলেন, এবারের তিন সিটি নির্বাচন কলকাতার পুর নির্বাচন থেকেও সুষ্ঠু হয়েছে। কেননা নির্বাচনকে কেন্দ্র করে কলকাতায় বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। যা এখানে হয়নি।

খালেদা জিয়ার উদ্দেশ্যে এই আওয়ামী লীগ নেতা বলেন, শুনেছি আপনি (খালেদা) জেলায় জেলায় দলকে সুসংগঠিত করতে মাঠে নামছেন। দল সংগঠিত করার নামে জেলায় জেলায় সন্ত্রাসীদের সুসংগঠিত করলে আপনাকে ছাড় দেওয়া হবে না।
 
আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবদুল বাতেনের সভাপতিত্বে আলোচনায় আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কাজী মোজাম্মেল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক এমএ করিম প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, মে ০৬, ২০১৫
এলকে/ইইউডি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।