ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পঞ্চম সংশোধনী বাতিলকে স্বাগত জানালেন ব্যারিস্টার মওদুদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১০
পঞ্চম সংশোধনী বাতিলকে স্বাগত জানালেন ব্যারিস্টার মওদুদ

ঢাকা: সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের পক্ষে আপিল বিভাগের দেওয়া রায়কে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ।

এ রায়ের ফলে দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হবে না বলেও মনে করছেন তিনি।

 

সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন। ‘গত তত্ত্বাবধায়ক সরকার অবৈধভাবে দুই বছর ক্ষমতায় ছিল। পঞ্চম সংশোধনী নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে এই ক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়বে। ’

তিনি বলেন, ‘আইনজীবী হিসেবে আমি এ রায় মেনে নিয়েছি। ভবিষ্যতে এর কার্যকারিতা দেখব বলে আশা করছি। এ রায়ের ফলে দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হবে না বলেই আমার মনে হয়। ’

মওদুদ আহমদ বলেন, ‘নির্বাচন কমিশনকে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। কিন্তু যেহেতু তা হয়নি, সেহেতু কমিশনের বিরুদ্ধে মামলা হতে পারে। ’

সাবেক এই আইনমন্ত্রী বলেন, ‘সংবিধান সংশোধনে সংসদীয় কমিটির বৈঠকের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। তারা কী সিদ্ধান্ত নেয় তা-ই এখন দেখার বিষয়। ’

বৃহস্পতিবার সকালে সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

ব্যারিস্টার মওদুদ সাংবাদিকদের জানান, এগুলো তার একান্ত ব্যক্তিগত অভিমত। তার দল ও সরকারের প্রতিক্রিয়া জানার পর এ নিয়ে বিশ্লেষণ করবেন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad