রংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত বিল ভারতের মন্ত্রিসভায় অনুমোদন দেওয়ায় বন্দি জীবন থেকে মুক্তি মিলেছে হাজারো ছিটমহলবাসীর। তারা এখন অভিশাপ্ত জীবন থেকে আলোকিত জীবনে ফিরতে পারবেন।
বুধবার (০৬ মে) দুপুরে রংপুরের পল্লী নিবাস বাসভবনে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও পঞ্চগড় জেলার ছিটমহলবাসীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি হওয়ার পর বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত বিল ভারতের পার্লামেন্টে অনুসমর্থন পেলেও বিষয়টি এতোদিন ঝুলে ছিল।
অতীতের কোনো সরকারেই আইনটি বাস্তবায়ন করতে পারেনি। বর্তমান সরকার তা করতে পেরে ছিটমহলবাসীদের মানবেতর জীবনযাপন থেকে রক্ষা করেছে। নিজ জন্মভূমিতে বসবাসকারী এসব মানুষ পরাধীনতার শেকল ভাঙতে পেরে এখন আনন্দে আত্মহারা, যোগ করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- রংপুর মহানগর জাপা সভাপতি মোস্তাফিজার রহমান শাহানারা এমপি, সাধারণ সম্পাদক হোসেন মকবুল শাহারিয়ার, জেলা জাপা সভাপতি মোফাজ্জল মাষ্টারসহ বিভিন্ন ছিটমহলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, মে ০৬, ২০১৫
আরএম