ঢাকা: হাইকোর্ট থেকে দুই মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।
বুধবার বিচারপতি মো.রেজাউল হক ও বিচারপতি খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বিএনপির এ নেতার জামিন মঞ্জুর করেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন।
দুটি মামলার মধ্যে একটি চকবাজার থানায় গাড়ি ভাংচুর মামলা। অপরটি শাহবাগ থানায় খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে বকশীবাজারে সংঘর্ষের মামলা।
চলতি বছরের ৯ জানুয়ারি শমসের মবিন চৌধুরীকে তার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। শাহবাগ থানার মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ০৬, ২০১৫
এমইএস/আরআই