ঢাকা: ২০দলীয় জোটের অন্যতম নেতা ও ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোবিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জোট প্রধান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার (০৬ মে) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক জানান।
বুধবার দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট আবদুল মোবিন মারা যান।
শোকবাণীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, অ্যাডভোকেট আবদুল মোবিনের মৃত্যুতে তার পরিবার, দল ও নিজ এলাকাবাসীর মতো আমিও গভীরভাবে মর্মাহত। আবদুল মোবিন বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। এদেশের মানুষ কখনও তার কথা ভুলে যাবে না। তার মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদকে হারালাম। যে শুন্যস্থান সহজে পূরণ হওয়ার নয়।
খালেদা জিয়া মরহুম আবদুল মোবিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবারবর্গ, তার দলের নেতাকর্মী, গুণগ্রাহী ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মে ০৬, ২০১৫
আইএ
** অ্যাডভোকেট মোবিনের মৃত্যুতে জাপার শোক
** দলের চেয়ারম্যানের মৃত্যুতে ইসলামিক পার্টির শোক