সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, তিন সিটি নির্বাচনে ভোট বিপ্লবের ঘোষণা দিয়ে খালেদা জিয়া নির্বাচনী মাঠ ছেড়ে পালিয়েছেন।
পালিয়ে যাওয়া কোনো রাজনৈতিক দলের সঙ্গে আওয়ামী লীগ লড়াই করে না।
বুধবার (০৬ মে) বিকেলে শহরের শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আজকে যারা নেতৃত্বে রয়েছেন বা আগামীতে আসবেন তারাই আগামী দিনে দলের ও দেশের নেতৃত্ব দেবেন। তাই মনে রাখতে হবে দলের পাশাপাশি দেশের জন্য প্রতিটি ছাত্রনেতাকে নিজেকে উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলেই আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার অগ্রযাত্রা বাস্তবায়নে শেখ হাসিনার হাত শক্তিশালী হবে।
জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান সোহেলের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, জেলা পরিষদের প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস, ম ম আমজাদ হোসেন মিলন এমপি, প্রফেসর হাবিবে মিল্লাত মুন্না এমপি, আব্দুল মজিদ মন্ডল এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার তানভীর শাকিল জয়।
এর আগে বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, মে ০৬, ২০১৫
এসআর/