ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

নগরকান্দা পৌরসভার উপ-নির্বাচন

আ.লীগ সমর্থিত প্রার্থী রায়হান জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, মে ৬, ২০১৫
আ.লীগ সমর্থিত প্রার্থী রায়হান জয়ী আব্দুর রায়হান উদ্দিন মিয়া

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুর রায়হান উদ্দিন মিয়া বিপুল ভোটে জয়ী হয়েছেন।

বুধবার (০৬ মে) নগরকান্দা পৌরসভার এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।



এতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুর রায়হান মিয়া নারিকেল গাছ প্রতীক নিয়ে ৫ হাজার ৪শ’ ৯৫ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী আসাদুজ্জামান আসাদ জগ প্রতীক নিয়ে পেয়েঝেন মাত্র ১শ’ ৫৭ ভোট। তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

পৌরসভায় মোট ৭ হাজার ৫শ’ ১৯ জন ভোটারের মধ্যে ৫ হাজার ৬শ’ ৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

৯টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম বেসরকারিভাবে আব্দুর রায়হান মিয়াকে নির্বাচিত ঘোষণা করেন।

মানবতাবিরোধী অপরাধে নগরকান্দার নির্বাচিত মেয়র বিএনপির নেতা জাহিদ হোসেন খোকনের ফাঁসির দণ্ড হওয়ায় এ পদটি শূন্য হয়।

নবনির্বাচিত মেয়র রায়হান উদ্দিন মিয়া বলেন, পৌরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে নগরকান্দাকে রাজাকার মুক্ত করেছে। আমার প্রথম কাজ হবে পৌরসভাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করা।

অন্যদিকে, ২০ দল সমর্থিত মেয়রপ্রার্থী আসাদুজ্জামান আসাদ সকাল সাড়ে ১১টায় নির্বাচনে কারচুপি ও কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ এনে উপজেলার লস্করদিয়া কেএম ওবায়দুর রহমানের বাড়িতে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মে ০৬, ২০১৫
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।