ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশ থেকে মহাজন শব্দটি উঠাতে পেরেছি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, মে ৬, ২০১৫
বাংলাদেশ থেকে মহাজন শব্দটি উঠাতে পেরেছি ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বর্তমান সরকার বাংলাদেশের মাটি থেকে মহাজন শব্দটি উঠাতে পেরেছে বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

বুধবার (০৬ মে) বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।



শের-ই-বাংলা এ.কে.ফজলুল হকের ৫৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে  বুধবার ‘আলোচনা সভা ও গুণীজন সম্মাননা-২০১৫’ এর আয়োজন করে শের-ই-বাংলা এ.কে.ফজলুল হক ফাউন্ডেশন।

কৃষিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষকদের ভাগ্য উন্নয়নে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের মাটিতে এখন আর মহাজন শব্দটি নেই। বাংলার মাটি থেকে মঙ্গা শব্দটিও দূর হয়েছে বলেও দাবি করেন তিনি।

কৃষকদের কল্যাণে বর্তমান সরকারের  বিভিন্ন কর্মকাণ্ডের তথ্যচিত্র তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার কৃষকদের শুধু ঋণের কষাঘাত থেকেই মুক্তি দেয়নি তাদেরকে দারিদ্র্য থেকেও মুক্তি দিতে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে সাবেক তথ্য সচিব মার্গুব মোর্শেদ দেশে নির্মাণাধীন পদ্মাসেতুর নাম শের-ই-বাংলার নামে নামকরণ করার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন।
অনুষ্ঠানে দেশব্যাপী শান্তিশৃঙ্খলা রক্ষায়  বিশেষ অবদানের জন্য পুলিশের মহাপরিদর্শক এ.কে.এম শহিদুল হক ও গণমাধ্যম ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সাংবাদিক কুদ্দুস আফ্রাদকে  সম্মাননা  পুরস্কার দেওয়া হয়।

এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য  আরো ১৬ জন ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। পুরস্কারপ্রদান করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাবেক তথ্য সচিব মার্গুব মোর্শেদের সভাপতিত্বে  আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ডা. কামরুল হাসান খান,রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জি.এম জয়নাল আবদিন ভূঁইয়া,সংগঠনের উপদেষ্টা নীলুফার বেগম, আহ্বায়ক তানভীর আহমেদ বাপ্পী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ০৬,২০১৫
এলকে/ইইউডি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।