ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

অ্যাডভোকেট মোবিনের মৃত্যুতে জাগপা’র শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, মে ৬, ২০১৫
অ্যাডভোকেট মোবিনের মৃত্যুতে জাগপা’র শোক প্রতীকী

ঢাকা: ২০ দলীয় জোটের অন্যতম নেতা ও ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোবিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ‍জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

বুধবার (০৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষে সভাপতি শফিউল আলম প্রধান ও সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান এ শোক বাণী জানান।



বিজ্ঞপ্তিতে আবদুল মোবিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বুধবার দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট আবদুল মোবিন মারা যান।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মে ০৬, ২০১৫
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।