ঢাকা: নাটোর জেলার লালপুর থানা বিএনপি’র সভাপতি হাজিরুদ্দিন সরকারের (৭৪) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএনপি।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে এক বিবৃতিতে বিএনপি’র মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অগাধ বিশ্বাসী এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনের প্রতি গভীর শ্রদ্ধাশীল হাজিরুদ্দিন সরকার দেশনেত্রী বেগম জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের সকল আন্দোলন সংগ্রামে যে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন তা লালপুর থানা বিএনপি’র নেতা-কর্মীদের কাছে চির অম্লান হয়ে থাকবে।
দলের পক্ষে মরহুম হাজিরুদ্দিন সরকার এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ড. রিপন।
উল্লেখ্য, বুধবার সকালে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন হাজিরুদ্দিন সরকার (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মে ০৬, ২০১৫
আরআই