ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

অ্যাডভোকেট মোবিনের মৃত্যুতে মহানগর জামায়াতের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, মে ৬, ২০১৫
অ্যাডভোকেট মোবিনের মৃত্যুতে মহানগর জামায়াতের শোক

ঢাকা: ২০ দলীয় জোটের অন্যতম নেতা ও ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোবিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মহানগর জামায়াত।

বুধবার (০৬ মে) বিকেলে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও  ঢাকা মহানগরের আমীর মাওলানা রফিকুল ইসলাম খান এবং সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল এ শোক বাণী জানান।



এতে বল‍া হয়, অ্যাডভোকেট আবদুল মোবিন ছিলেন একজন ন্যায়নিষ্ঠ রাজনীতিবিদ। তার মৃত্যুতে জাতি একজন সৎ ও নিষ্ঠাবান নেতৃত্ব হারালো।

বিজ্ঞপ্তিতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ০৬, ২০১৫
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।