ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

দলের চেয়ারম্যানের মৃত্যুতে ইসলামিক পার্টির শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মে ৬, ২০১৫
দলের চেয়ারম্যানের মৃত্যুতে ইসলামিক পার্টির শোক

ঢাকা: ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান আলহাজ অ্যাডভোকেট আবদুল মোবিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার সংগঠনের নেতারা।

বুধবার (০৬ মে) সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এ শোক প্রকাশ করেন।



শোক প্রকাশ করেছেন ইসলামিক পার্টির সহ-সভাপতি মোহাম্মদ এজাজ হোসেন, শেখ নাজিম উদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব আবু তাহের, অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ আবুল কাশেমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শোকবাণীতে তারা বলেন, অ্যাডভোকেট আবদুল মোবিনের মৃত্যুতে দেশ একজন সত্যিকারে রাজনীতিবিদকে হারালো। তার মৃত্যুতে দেশে ও জাতির যে ক্ষতি হলো তা কখনও পূরণ হওয়ার নয়।

শোকবাণীতে তার রূহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি ইসলামিক পার্টির নেতারা গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, মে ০৬, ২০১৫
এলকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।