ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

‘বার কাউন্সিল বোমা সন্ত্রাসীদের আড্ডাখানা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, মে ৬, ২০১৫
‘বার কাউন্সিল বোমা সন্ত্রাসীদের আড্ডাখানা’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের প্রার্থীরা নারায়ণগঞ্জ আদালতপাড়ায় ভোট প্রার্থনা করেছেন।

বুধবার (৬ মে) দুপুরে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি মিলনায়তনে প্যানেল প্রার্থীদের পরিচিত সভার আয়োজন করে এ ভোট প্রার্থনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মাসুদ উর রউফ।

সভায় বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম আমীর উল ইসলাম বলেন, ইসলামী ব্যাংকের টাকায় অনেকেই ব্যারিস্টার হয়ে গেছেন। এভাবে বিভিন্ন স্থান থেকে টাকা আসে, যে টাকা দিয়ে অনেকেই অনেক কিছু হয়ে গেছেন, এ কারণে রাষ্ট্রের চারদিকে এমন সব মানুষের আনাগোনা। তাই সম্মিলিত সমন্বয় পরিষদ প্রার্থীদের নির্বাচিত করুন। তাহলে এসব সমস্যাগুলোও দূর হবে।

আরেক সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, আমরা নির্বাচিত হলে সরকারের কাছ থেকে আইনজীবীদের জন্য সকল সুযোগ সুবিধা আদায় করতে পারবো।

সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার বলেন, বার কাউন্সিল এখন একটি রাজনৈতিক দলের অফিসে পরিণত হয়েছে। সেটা বোমা সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। এ থেকে বার কাউন্সিলকে মুক্ত করতে হলে সমন্বয় পরিষদের প্রার্থীদের ভোট দিন।

সভায় সাবেক আইনমন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু বলেন, আপনারা টাকার পেছনে দৌঁড়াবেন না। টাকাই আপনাদের পেছনে দৌঁড়াবে, যদি আপনারা বিচারপ্রার্থীদের সন্তুষ্টি অর্জন করতে পারেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সম্মিলিত আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, সাবেক সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান, এপিপি কেএম ফজলুর রহমান, অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, অ্যাডভোকেট এমএ রশিদ ভুইয়া, সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী প্রমুখ।

আগামী ২০ মে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন। নির্বাচনে মোট ৪৮ হাজার ৪’শ ৬৫ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আইনজীবীদের সনদ প্রদানের ক্ষমতাসহ পেশাগত বিষয়ের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল। প্রতি তিন বছর পরপর বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মে ০৬, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।