ঢাকা: বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান ও ২০ দলীয় জোটের নেতা অ্যাডভোকেট আব্দুল মোবিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় পার্টি (কাজী জাফর)।
বুধবার (৬ মে) জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টি আই এম ফজলে রাব্বি চৌধুরী ও মহাসচিব মোস্তফা জামান হায়দার এক বার্তায় শোক প্রকাশ করেন।
বার্তায় মরহুম মোবিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বুধবার দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান অ্যাডভোকেট আব্দুল মোবিন।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, মে ০৬, ২০১৫
এইচএ/