ঢাকা: হরতাল-অবরোধের নামে মানুষ হত্যার দায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের দাবিতে সিলেট অভিমুখে ‘জনতার অভিযাত্রা’ শুরু করেছে শ্রমিক, কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ।
বৃহস্পতিবার (০৭ মে) সকাল সাড়ে ৭টায় পরিষদের আহ্বায়ক ও নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের পূর্ব গেট থেকে অভিযাত্রাটি শুরু হয়েছে।
এ অভিযাত্রাটি সিলেট যাওয়ার পথে সকাল সাড়ে ৯টায় নরসিংদীর শাহে প্রতাপ, দুপুরে ভৈরব বাসস্ট্যান্ড, ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা বাসস্ট্যান্ড, বিকেলে হবিগঞ্জ, সন্ধ্যায় মৌলভীবাজার বেরীর পাড় মিনিবাস স্ট্যান্ডে পথসভা করবে বলে জানায় শ্রমিক, কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ।
বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, মে ০৭, ২০১৫
আরইউ/এসইউ।