খুলনা: বাগেরহাটের খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে খুলনা মহানগর আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিনন্দন জানানো হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি।
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় এলে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়। খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিশেষ বিবেচনায় উন্নয়ন করেন তিনি। এ অঞ্চলের মানুষকে অর্থনৈতিক স্বাবলম্বী করতে এক কর্মযজ্ঞ গ্রহণ করেছেন শেখ হাসিনা, যা বাস্তবায়নাধীন।
তিনি আরও বলেন, খুলনার মানুষের দীর্ঘদিনের দাবি ছিলো খানজাহান আলী বিমানবন্দর ও পদ্ম সেতু নির্মাণ। এটি এখন স্বপ্ন নয়, বাস্তবতা মাত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ মে একনেকের বৈঠকে বিমানবন্দরের জন্য ৫শ’ ৪৪ কোটি ৭৫ লাখ টাকার অনুমোদন দিয়েছেন। একই সঙ্গে পদ্মা সেতুর কাজ অত্যন্ত তড়িৎ গতিতে চলছে। আপনারা ঢাকায় যাওয়ার পথে লক্ষ্য করলেই পদ্মা সেতুর বাস্তবতা উপলব্ধি করতে পারবেন। ২০১৮ সালে এ বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণ করবে।
মহানগর সভাপতি বলেন, খুলনা রেলস্টেশন থেকে ট্রেনে উঠতে মানুষের প্রচণ্ড কষ্ট পেতে হয়। এই রেলস্টেশন বাংলাদেশের সর্বাধুনিক মডেল স্টেশন করা হচ্ছে। যার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করতে হলে তার পূর্বশর্ত হলো যোগাযোগ ব্যবস্থা। এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্যই বিমানবন্দর নির্মাণ হচ্ছে। পাশাপাশি মংলার সঙ্গে খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ লক্ষ্যে খুলনা-মংলা রেললাইন নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে রেল সেতুও নির্মাণ করা হবে। ইতোমধ্যে রেললাইনের জন্য ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়ে গেছে।
এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।
আরও অভিনন্দন জানান বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনকে। বিশেষভাবে অভিনন্দন জানান বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও সাবেক বিমান মন্ত্রী কর্নেল অব. ফারুক খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের।
সংবাদ সম্মেলনে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপিসহ মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মে ৭, ২০১৫
এমআরএম/এএ