ঢাকা: ইসলামিক পার্টির চেয়ারম্যান ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা অ্যাডভোকেট আবদুল মোবিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে লেবার পার্টি।
বৃহস্পতিবার (৭ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ফরিদ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. ফারুক রহমান এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তারা বলেন, অ্যাডভোকেট মোবিনের ইন্তেকালে দেশবাসী একজন সৎ, সাহসী ও দেশপ্রেমিক রাজনীতিককে হারালো। তিনি শোষণ ও জুলুমের বিরুদ্ধে ছিলেন সোচ্চার কণ্ঠ। আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। বর্তমান সরকারের একদলীয় দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করতে তিনি নেতৃত্বের সম্মুখ ভাগে ছিলেন। বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের আলোকে সমাজ প্রতিষ্ঠার জন্য তিনি আমরণ সংগ্রাম করেছেন। তার কর্মকাণ্ড দেশপ্রেমিক বিপ্লবীদের প্রেরণা যোগাবে।
বিবৃতিতে লেবার পার্টির নেতারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মে ০৭, ২০১৫
এইচএ