রাজশাহী: অযত্নে অবহেলায় পড়ে থাকা দেশের প্রত্নসম্পদ রক্ষায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যা অতীতের কোনো সরকার করেনি বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এর আগে পুঠিয়া উপজেলার বিভিন্ন প্রাচীন স্থাপনা পরিদর্শন করেন তিনি।
আসাদুজ্জামান নূর বলেন, সরকার মনে করে একটি জাতির বড় পরিচয় তার নিজস্ব সংস্কৃতি। তাই আমাদের সংস্কৃতিমনা হতে হবে। বঙ্গবন্ধু বাঙালি সংস্কৃতি বিকাশ ও উন্নয়নে বিস্ময়কর সব কাজ করে গেছেন। বঙ্গবন্ধু শুধু চিন্তাই করেননি, বাস্তবায়নও করেছেন। কিন্তু এ নিয়ে বিগত সরকারগুলো অনেক মিথ্যা ইতিহাস রচনা করেছিল। তবে নতুন প্রজন্ম মিথ্যা ইতিহাস গ্রহণ করেনি। তারা মাটি খুঁড়ে সত্যি ইতিহাস বের করে এনেছে। তারা গণজাগরণ ঘটিয়েছে।
আগামীতে যদি জাতির জীবনে কোনো সংকট তৈরি হয়, এই নতুন প্রজন্মই এগিয়ে আসবে। মুক্তচিন্তা ও সংস্কৃতির শক্তিতেই দেশকে রক্ষা করবে, বলেন তিনি।
আসাদুজ্জামান নূর এ সময় রাজশাহীর পুঠিয়ার প্রত্নসম্পদ রক্ষা ও সংস্কারের জন্য ৪ কোটি ২ লাখ ৮৬ হাজার টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি স্থানীয় প্রত্নসম্পদ রক্ষার জন্য জেলা ও উপজেলা প্রশাসনসহ সাধারণ মানুষকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রত্নসম্পদ অধিদফতরের মহাপরিচালক শিরিন আকতার বলেন, সরকারের বরাদ্দকৃত অর্থে শিগগিরই পুঠিয়ার প্রত্নসম্পদ সংস্কার করে পর্যটকদের আকৃষ্ট করা হবে। মোঘল আমলে পুঠিয়ায় রাজাদের তৈরি মন্দিরসহ ১৭টি প্রত্নসম্পদও এর আওতায় পড়বে।
রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার ফরহাদ আহমদ, অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময় : ১৮০৭ ঘণ্টা, মে ০৭, ২০১৫
এসএস/এটি/