ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়া শ্রমিক হত্যাকারী: নৌ পরিবহনমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, মে ৭, ২০১৫
খালেদা জিয়া শ্রমিক হত্যাকারী: নৌ পরিবহনমন্ত্রী ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে শ্রমিক হত্যাকারী বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান।

বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতি আয়েজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।


 
নৌ পরিবহনমন্ত্রী বলেন, তিনি (খালেদা) ক্ষমতায় থাকলেও শ্রমিক হত্যা করেন, আবার বিরোধীদলে গেলেও শ্রমিক হত্যা করেন।

২০১১ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের এপ্রিল পর্যন্ত খালেদা জিয়া ৯২ জন পরিবহন শ্রমিককে হত্যা করেছেন বলে অভিযোগ করে মন্ত্রী বলেন, ৫ জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত বিএনপি সরকার বিরোধী আন্দোলনের নামে গাড়িতে পেট্রোল বোমা মেরে অনেক শ্রমিককে হত্যা করেছে। এর দায়ভার খালেদা জিয়াকেই নিতে হবে। এসব হত্যাকাণ্ডের বিচার একদিন হবেই।

মন্ত্রী আরো বলেন, বিএনপির হরতাল-অবরোধ চলাকালে আমাদের মালিক-শ্রমিকরা তাদের জীবন দিয়ে গাড়ির চাকা সচল রেখেছেন।

এসময় উপস্থিত শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে রাজধানীর একটি বাস টার্মিনালে পেট্রোল বোমায় নিহত শ্রমিকদের স্মরণে স্মৃতি স্তম্ভ নির্মাণের ঘোষণাও দেন মন্ত্রী।
 
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মমিন মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশররফ হোসেন, পুলিশ সুপার মনিরুজ্জামান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, মে ০৭, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।