ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

নভেরা আহমেদের মৃত্যুতে খালেদার শোক

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, মে ৭, ২০১৫
নভেরা আহমেদের মৃত্যুতে খালেদার শোক

ঢাকা: কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম রূপকার ও বাংলাদেশের ভাস্কর্যশিল্পের অগ্রদূত নভেরা আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার (০৭ মে) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ শোক জানান।



বিজ্ঞপ্তিতে খালেদা বলেন, একুশে পদকপ্রাপ্ত ভাস্কর নভেরা আহমেদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার হাত ধরেই মূলত বাংলাদেশের ভাস্কর্য আধুনিক ভাষা পেয়েছিল। তিনি নিজস্ব সংস্কৃতি, পরিবেশ ও উপাদান নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। তার মৃত্যুতে ভাস্কর্য শিল্পে দেশের অপূরণীয় ক্ষতি হলো। আমাদের স্মৃতিতে নভেরা আহমেদ অম্লান হয়ে থাকবেন।

এসময় নভেরা আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান খালেদা।

বুধবার (০৬ মে) ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নভেরা আহমেদ।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, মে ০৭, ২০১৫
এটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।