ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

বার কাউন্সিল নির্বাচনে ভোট চান না ব্যারিস্টার নাসির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, মে ৮, ২০১৫
বার কাউন্সিল নির্বাচনে ভোট চান না ব্যারিস্টার নাসির

ঢাকা: বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম

২০ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে নিজের জন্য ভোট চান না।

বৃহস্পতিবার (৭ মে) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান।



এতে তিনি উল্লেখ করেন, সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে একটি প্যানেল এ নির্বাচনে অংশ নিয়েছে। এ প্যানেলকে সমর্থন জানিয়ে তিনি বলেন, তিনি মনোনয়ন পত্র দাখিল করার আগেই খন্দকার মাহবুবের নেতৃত্বে প্যানেল গঠন করা হলেও বিষয়টি তিনি পরে জানতে পারেন। এ অবস্থায় বিভিন্ন আইনি সমস্যা ও মামলা মোকদ্দমার কারণে দাখিল করা মনোনয়ন পত্র নির্ধারিত তারিখে প্রত্যাহার করতে পারেন নি তিনি।

ফলে সর্বশেষ প্রার্থী তালিকায় তার নাম রয়ে গেছে। তাই তিনি সাধারণ আইনজীবীদের অনুরোধ জানিয়েছেন যেন তারা তাকে ভোট না দেন।

বাংলাদেশ সময়: ০৪০৭ ঘণ্টা, মে ০৮, ২০১৫
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।