ফেনী: দীর্ঘ এক যুগ পর ফেনী পৌর যুবলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৭ মে) রফিকুল ইসলাম ভূঞাকে আহ্বায়ক ও ইকবাল হোসেন বাবলু, গাজী খালেদ ইমাম জুয়েল ও মোহাম্মদ হানিফকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
জেলা যুবলীগের আহ্বায়ক শুসেন চন্দ্র শীল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এরআগে সর্বশেষ ২০০৩ সালে পৌর যুবলীগের কমিটি গঠন করা হয়েছিল। পূর্বতন কমিটির যুগ্ম আহ্বায়ক জিয়াউল আলম আলোচিত একরাম হত্যাকাণ্ডের অন্যতম আসামি হওয়ায় দীর্ঘদিন ধরে ওই কমিটি বাতিলের দাবি ওঠে।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মে ০৮, ২০১৫
এসআর