ঝিনাইদহ: ঝিনাইদহে আয়ুব হোসেন (৪৮) নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (০৭ মে) রাত ১১টার দিকে ঝিনাইদহ শহরের হামদহ কালী মন্দির এলাকায় এ হমালার ঘটনা ঘটে।
আয়ুব হোসেন ঝিনাইদহ পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার শান্তিনগর পাড়ার মৃত তফশের আলী মণ্ডলের ছেলে।
ছাত্রলীগ কর্মী রনি সাহা বাংলানিউজকে জানান, রাতে আয়ুব হোসেন বাড়ি ফিরছিলেন। এ সময় হামদহ এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছেন। তবে, হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন আশঙ্কামুক্ত।
এদিকে, দলের অভ্যন্তরীণ কোন্দল বা পূর্ব শক্রুতার জের ধরে এ হামলা চালানো হতে পারে বলে ধারণা অনেকের।
ঝিনাইদহ সার্কেল এসপি গোপিনাথ কানজিলাল বাংলানিউজকে জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, মে ০৮, ২০১৫
এসআর/পিসি/