ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

‘জঙ্গিদের উপদেষ্টা বিএনপি’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, মে ৮, ২০১৫
‘জঙ্গিদের উপদেষ্টা বিএনপি’ ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হেফাজত ইসলাম, আনসার উল্লাহ বাংলাটিমসহ দেশের সকল জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষক জামায়াত, আর বিএনপি এই সংগঠনগুলোর উপদেষ্টা বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।  

শুক্রবার (০৮ মে) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে ‘গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতা রক্ষায় আলেম-ওলামাদের ভুমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

 

এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি।

কামরুল ইসলাম বলেন, যারা ধর্মের নামে মানুষ পুড়িয়ে হত্যা করে তারা কখন ধার্মিক হতে পারে না। তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, তারা ধর্মের নামে দেশে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়ে হত্যা করেছে।  

মন্ত্রী বলেন, হেফাজত ইসলামের আজ অস্থিত্ব নেই। তাদের সৃষ্টি করেছিলো জামায়াত-বিএনপি। তারা এখন পরগাছা। পরগাছা হিসেবে কেউ ঠিকে থাকতে পারেনি। পেট্রোল বোমা নিক্ষেপ করে যারা মানুষ হত্যা করে তাদের কখনোই মানুষ ভালো বাসতে পারে না। আর জঙ্গি সংগঠনগুলোর উপদেষ্টা হলো বিএনপি। এক সময় তাদের খুঁজে পাওয়া যাবে না। জনগণ প্রত্যাখ্যান করেছে।

মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে প্রকৃত ইমানদার এবং আলেমদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে তাদের প্রত্যেকের বিচার হবে। তাদের কখনোই ছাড় দেওয়া হবে না।

পেট্রোল বোমা হামলাকারীদের বিরুদ্ধে বিচার ব্যবস্থায় সকল বিভাগীয় শহরে  আলাদা ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে বলেও জানান খাদ্যমন্ত্রী।  

বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান ইসমাইল হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ এমপি, প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মে ০৮, ২০১৫
এমএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।