রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্তের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে স্থানীয় বিএনপি।
শুক্রবার (০৮ মে) বেলা ১১টার দিকে রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা এ ঘটনার নিন্দা জানান।
বিএনপি নেতারা বলেন, বিপুল ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধিকে ঠুনকো যুক্তিতে বরখাস্ত করে সরকার জনসাধারণের বিপক্ষে অবস্থান নিয়েছে। এতে রাজশাহীবাসীকে চপেটাঘাতও করা হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন গড়ে তোলার হুমকি দেন বিএনপি নেতারা।
সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর বিএনপির উল্লেখযোগ্য কোনো নেতা উপস্থিত না থাকলেও, জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল মনির, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আহমেদসহ জেলার নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মে ০৮, ২০১৫
এসএস/জেডএস