ঢাকা: ভারতের লোকসভা ও রাজ্যসভায় স্থল সীমান্ত বিল সর্বসম্মতিক্রমে পাস হওয়ায় বিশ্ব রাজনীতিতে নতুন বলয় সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত এমপি।
শুক্রবার (০৮ মে) বেলা ১১টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
চলমান রাজনীতি নিয়ে বঙ্গবন্ধু একাডেমী এ আলোচনা সভার আয়োজন করে।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এ অর্জন শুধু বাংলাদেশের কূটনৈতিক সাফল্যই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার ফসল। এটি নি:সন্দেহে একটি অভাবনীয় ঘটনা। এ সাফল্য দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। স্থল সীমান্ত চুক্তিকে উপমহাদেশীয় রাজনীতিতে গেম চেঞ্জার বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, স্থল সীমান্ত চুক্তি পাস হওয়ার মধ্যদিয়ে বাংলাদেশ বিশ্ব রাজনীতিতে আরও একধাপ এগিয়ে গেলো। আশা করছি এর মাধ্যমে আগামীতে ভারতের সঙ্গে অমীমাংসিত তিস্তা চুক্তির সমাধান করতে পারবো।
সুরঞ্জিত বলেন, বহুল কাঙ্খিত এই স্থল সীমান্ত চুক্তি পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে পাস করার মধ্যদিয়ে ভারত আবারো প্রমাণ করলো তারা আমাদের বন্ধু, বন্ধু চিরকালই বন্ধু থাকে।
এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে ধন্যবাদ জানান সুরঞ্জিত সেন।
এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ ৫০০ একর জমি হারাবে বিএনপির এমন মন্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, সমালোচনার সংস্কৃতি থেকে বিএনপি এখনো বেরিয়ে আসতে পারেনি। বাংলাদেশ হাজার হাজার একর জমি পেলো সেটাকে উল্লেখ না করে বাংলাদেশ ৫০০ একর জমি হারাবে এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য হতে পারে না।
বঙ্গবন্ধু একাডেমীর উপদেষ্টা ডা. এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার জাকির উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা,মে ০৮,২০১৫/আপডেট ১৪১৪ ঘণ্টা
এলকে/বিএস