ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

ধুনটে ছাত্রলীগ নেতা আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মে ৮, ২০১৫
ধুনটে ছাত্রলীগ নেতা আটক ছবি : প্রতীকী

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান আতিককে (৩০) আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) সকাল ১১টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়।



আতিকুর রহমান আতিক ধুনট উপজেলা সদরের কলেজপাড়া গ্রামের কায়কোবাদ হোসেনের ছেলে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আতিকুর রহমানের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ সব অভিযোগ তদন্ত করতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মে ০৮, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।