ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সিএসএফের গাড়িচাপায় মৃত্যু

খালেদার বিরুদ্ধে মামলা দায়েরের দাবি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মে ৮, ২০১৫
খালেদার বিরুদ্ধে মামলা দায়েরের দাবি ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর বাংলামোটরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিরাপত্তা বাহিনীর (সিএসএফ) গাড়িবহরের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু ঘটনায় দ্রুত তার (খালেদার) বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করার দাবি জানিয়েছেন, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার (০৮ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইউনাইটেড ইসলামিক পার্টি আয়োজিত ‘গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতা রক্ষায় আলেম-ওলামাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায়  তিনি এ দাবি তোলেন।

 

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে যাত্রী হত্যার মামলায় খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করায় পুলিশ এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান হাছান মাহমুদ।

এ মামলায় খালেদার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।

হাছান মাহমুদ বলেন, রাজনীতির নামে যারা ৯২ দিন কর্মসূচি পালন করে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, তাদের বিচার হওয়া উচিত। কারণ, জনগণ তাদের বিচার চায়।

সন্ত্রাসী, জঙ্গি হামলা করে ও পেট্রোলবোমা মেরে যারা মানুষ মেরেছে, তাদের বিরুদ্ধে সমাজের আলেম-ওলামাদের প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা।

ড. হাছান মাহমুদ বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও পেট্রোলবোমা নিক্ষেপের নির্দেশদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সমাজে স্থিতিশীলতা আসবে। সন্ত্রাস বন্ধ হবে এবং সমাজে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা হবে।

ব্রিটেনের সাধারণ নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুর নাতনি টিউলিপকে অভিনন্দন জানান তিনি। এ প্রসঙ্গে  তিনি বলেন, বঙ্গবন্ধুর নাতনি ব্রিটিশ পার্লামেন্টের এমপি নির্বাচিত হন, আর খালেদা জিয়ার ছেলে সন্ত্রাসী কর্মকাণ্ড করে লন্ডনে পালিয়ে বেড়ান।   

হাছান মাহমুদ খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে বলেন, ভারতের ছিটমহল হস্তান্তরে বিল পাস হওয়ায় নরেন্দ্র মোদী, সোনিয়া গান্ধীসহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন খালেদা। কিন্তু শেখ হাসিনাকে ধন্যবাদ জানাননি তিনি।

এর মাধ্যমে তিনি (খালেদা জিয়া) হীনমন্যতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেন হাছান মাহমুদ।

ইউনাইটেড ইসলামিক পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অধ্যাপক আক্তারুজ্জামান ও আওয়ামী লীগের নেতা এমএ করিম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মে ০৮, ২০১৫
এমএম/এসএন/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।