ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সীমান্ত বিল পাস হওয়ায় ওয়ার্কার্স পার্টির অভিনন্দন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, মে ৮, ২০১৫
সীমান্ত বিল পাস হওয়ায় ওয়ার্কার্স পার্টির অভিনন্দন

ঢাকা: ভারতের লোকসভায় সীমান্ত বিল পাস হওয়ায় ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে সেদেশের সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে এ বিল পাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচষ্টো ও উদ্যোগেরও প্রশংসা করা হয়েছে।



শুক্রবার (০৮ মে) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।

এতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি বলেন, ভারতের লোক সভায় সীমান্ত বিল পাস হওয়ায় সে দেশের সরকার, সব সংসদ সদস্য, বিরোধীদল ও জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এর পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচষ্টো ও উদ্যোগের ফসল হিসেবে এ বিলটি পাস হয়েছে।

এটিকে সরকারের একটি বিরাট কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে তারা আরও বলেন, সীমান্ত বিল পাস এক ঐতিহাসিক ঘটনা। এই বিল পাসের মধ্য দিয়ে দীর্ঘ প্রতিক্ষার অবসান হলো। একই সঙ্গে এই বিল ভারত-বাংলাদেশের সম্পর্ক, সহযোগিতা ও মৈত্রী বন্ধনে আরেক ধাপ অগ্রগতি।

বিবৃতিতে তারা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদার করতে সব চিহ্নিত সমস্যা একইভাবে সমাধানের অভিমত ব্যক্ত করেন। আশা প্রকাশ করেন তিস্তা সমস্যাও দ্রুত সমাধান হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মে ০৮, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।