ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

‘যুদ্ধাপরাধী জামায়াতের বিচার ঠেকানো যাবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মে ৮, ২০১৫
‘যুদ্ধাপরাধী জামায়াতের বিচার ঠেকানো যাবে না’

ঢাকা: কোনো চক্রান্তই যুদ্ধাপরাধী ও জামায়াতের বিচার ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

শুক্রবার (০৮ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদী নাৎসি বাহিনীর পরাজয়ের ৭০তম বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের কথা তুলে ধরে রাশেদ খান মেনন বলেন, যুদ্ধাপরাধীদের বিচার কখনও তামাদি হয় না। সম্প্রতি নাৎসি বাহিনীর আরও এক সদস্যের বিচার শুরু করেছে ন্যুরেমবার্গ ট্রাইব্যুনাল।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের চলমান বিচার প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তানের সহযোগী বাহিনী রাজাকার-আল বদর-আল শামসের মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে। দেশে-বিদেশে নানামুখী চক্রান্ত প্রতিহত করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম এগিয়ে চলেছে। এ পর্যন্ত দুইজন যুদ্ধাপরাধীর সর্বোচ্চ সাজা কার্যকর করেছে সরকার। কোনো চক্রান্ত-ষড়যন্ত্র করেই এ বিচারকাজ ঠেকানো যাবে না।

মেনন আরও বলেন, আইনের শাসনের ধারাবাহিকতায় দলগতভাবে যুদ্ধাপরাধ সংঘটনকারী জামাতে ইসলামীরও বিচার হবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন মানবসভ্যতা রক্ষার্থে সোভিয়েত রেড আর্মির ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি।

রাশেদ খান মেননের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার এ. নিকোলেভ, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি, কমরেড অজয় রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘন্টা, মে ০৮, ২০১৫
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।