ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

রবীন্দ্রনাথকে জানতে হবে, শিক্ষার্থীদের রওশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, মে ৮, ২০১৫
রবীন্দ্রনাথকে জানতে হবে, শিক্ষার্থীদের রওশন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: নতুন প্রজন্মের অনেকেই রবীন্দ্রনাথ সম্পর্কে জানে না। নিজেকে জানতে হলে রবীন্দ্রনাথকে ভালভাবে জানতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেত্রী ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য বেগম রওশন এরশাদ।



শুক্রবার (০৮ মে) সন্ধ্যায় শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

রবীন্দ্র চর্চার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, রবীন্দ্রনাথকে জানতে হবে, বুঝতে হবে। তাহলেই নিজেকে বোঝা যাবে। নতুন প্রজন্মের অনেকে এটাও জানে ন‍া রবীন্দ্রনাথ নোবেল বিজয়ী ছিলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, কর্মক্ষেত্রে প্রবেশ কর‍ার পরে বই পড়ার সুযোগ কমে যায়। তাই খেলাধূলার পাশাপাশি বেশি বেশি বই পড়তে হবে, শিক্ষা জীবনই বই পড়ার আদর্শ সময়।

এ সময় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতাও আবৃত্তি করে শোনান বিরোধী দলীয় নেত্রী।

ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলম এবং আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. সুমিতা নাহা, মোকাররম হোসাইন।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, মে ০৮, ২০১৫
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।