ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

‘তিন কন্যা’কে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মে ৮, ২০১৫
‘তিন কন্যা’কে প্রধানমন্ত্রীর অভিনন্দন শেখ হাসিনা, রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হক

ঢাকা: যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকসহ অপর দুই বাংলাদেশি বংশোদ্ভূত নারী রুশনারা আলী ও রূপা হককে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৮ মে) রাতে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বাংলাদেশি বংশোদ্ভূত বিজয়ী প্রার্থীদের এ অভিনন্দন জানান।



বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, এদের বিজয় ব্রিটিশ রাজনীতিতে অভিবাসী বাংলাদেশিদের অংশগ্রহণকে গৌরবান্বিত করেছে।

বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকের বিজয়ের জন্য যারা কঠোর পরিশ্রম করেছেন এবং যারা দেশ-বিদেশে তাকে সমর্থন দিয়েছেন ও সহযোগিতা করেছেন, পাশাপাশি দোয়াও করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান টিউলিপের খালা শেখ হাসিনা।

টিউলিপের বিজয়ে উৎফুল্ল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকেও আন্তরিক অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

** টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী রুশনারা
** টানা ২য় জয় রুশনারার, জয়ী রুপাও

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মে ০৮, ২০১৫
এমইউএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।